ভারতে আগত বিদেশী পর্যটকগণ

মেগাস্থিনিস (৩০২-২৯৮ খ্রিষ্টপূর্বাব্দ )

  • তিনি গ্রীক রাজা সেলুকাস নিকাটোর এর দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন।
  • তাঁর লেখা বই ‘ইন্ডিকা’, থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
  • মেগাসস্থিনিস তৎকালীন ভারতীয় সমাজ কে সাতটি ভাগে ভাগ করেছিলেন (দার্শনিক, কৃষক, পশুপালক ও শিকারি, বণিক ও কারিগর, সৈনিক, অধ্যক্ষ, রাজার পরামর্শদাতা)।

ফা-হিয়েন (৪০৫-৪১১ খ্রিষ্টাব্দ )

  • তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর শাসনকালে ভারতে আসেন বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তথ্য একত্রিত করার উদ্দেশ্যে।
  • তিনিই প্রথম চৈনিক পর্যটক হিসাবে ভারতে আসেন।
  • তাঁর লেখা বিখ্যাত গ্রন্থের নাম হল ‘ফু-কুয়ো-কিং’।
  • তিনি তাঁর ভ্রমনগ্রন্থ ‘রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম’ -এ সমস্ত ভ্রমণ কাহিনির বর্ণনা করেছেন।

হিউয়েন-সাঙ (৬৩০-৬৪৫ খ্রিষ্টাব্দ )

  • পুষ্যভূতি বংশের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন।
  • হিউয়েন সাঙ চীন দেশ থেকে বৌদ্ধ ধর্মের বিশ্বাস এবং আচার-অনুষ্ঠান এর সন্ধানে ভারতে এসেছিলেন।
  • তাঁকে ‘Prince of Pilgrims’ নামে অভিহিত করা হয়।
  • তাঁর রচিত বই এর নাম ‘সি-ইউ-কি’ও ‘রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়াল্ড’।

আল বিরুনী (১০২৪-১০৩০ খ্রিষ্টাব্দ )

  • প্রকৃত নাম হল আবু আল রেহান মুহাম্মদ ইবনে আহমেদ আল বিরুনী।
  • মহমুদ গজনির ভারত আক্রমণের সময় তিনি গজনির তাঁর সাথে এদেশে আসেন।
  • তিনিই প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত সম্বন্ধে অধ্যয়ন করেন।
  • তাঁর লেখা বিখ্যাত বইয়ের নাম ‘তহকিক ই হিন্দ’ বা ‘কিতাব উল হিন্দ’।

ইবন বতুতা (১৩৩৩-১৩৪৭ খ্রিষ্টাব্দ )

  • মহম্মদ বিন তুঘলক এর রাজত্ত্বকালে ইনি সুদূর মরক্কো থেকে এদেশে আসেন।
  • তাঁর লেখা বিখ্যাত ভ্রমণবৃত্তান্ত হল ‘কিতাব উল রেহেলা’।
  • এর মধ্যে তিনি তৎকালীন ভারতের ভৌগলিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিবরণ দিয়েছেন।
  • তাঁকে বিন তুঘলক দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করেন।

আব্দুর রাজ্জাক (১৪৪৩-১৪৪৪ খ্রিষ্টাব্দ )

  • পারস্য দেশ থেকে আগত পর্যটক ছিলেন তিনি। তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন
  • বিজয়নগর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় দেবরায় এর আমলে তিনি ভারতে আসেন।
  • তিনি কালিকট এর শাসক জামোরিন এর সভায় বেশ কিছুদিন ছিলেন।

নিকোলো কন্টি (১৪২০-১৪২১ খ্রিষ্টাব্দ )

  • মুলত তিনি একজন ইতালীয় বণিক ছিলেন।
  • সঙ্গম যুগে বিজয়নগর সাম্রাজ্যের শাসক প্রথম দেবরায় এর রাজত্বকালে তিনি ভারতে আসেন।
  • তাঁর লেখা থেকে আমরা বিজয়নগর সাম্রাজ্যের বিস্তারিত বিবরণ পাই।

মার্কো পোলো (১২৯২-১২৯৪ খ্রিষ্টাব্দ )

  • বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো মুলত দক্ষিণ ভারতেই বেশি সময় কাটান।
  • তখন সেখানকার শাসক ছিলেন রুদ্রাম্মা দেবী।
  • মার্কো পোলোর লেখা গ্রন্থ ‘দ্য বুক অফ স্যার মার্কো পোলো’ থেকে আমরা তৎকালীন ভারতীয় অর্থনীতি বিশয়ে বিস্তারিত বিবরণ পাই।

দেইমাকস (৩০০-২৭৩ খ্রিস্টপূর্বাব্দ )

  • বিন্দুসারের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন।
  • একজন গ্রিক পর্যটক।

আল মাসুদি (৯৫৭ খ্রিষ্টাব্দ )

  • একজন আরব পর্যটক, যিনি তাঁর লেখা গ্রন্থ ‘মুরুজ উল জেহাব’ এ তৎকালীন ভারতের সমাজব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছেন। তাঁর রচনা থেকে প্রতিহার রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা জানা যায়।

ডোমিনিগো পেজ (১৫২০-১৫২২ খ্রিষ্টাব্দ )

  • ইনি একজন পর্তুগিজ পর্যটক ছিলেন।
  • তিনি বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শাসক কৃষ্ণদেব রায় এর আমলে এসেছিলেন।

উইলিয়াম হকিন্স (১৬০৮-১৬১১ খ্রিষ্টাব্দ )

  • তিনি ইংল্যান্ড এর রাজা প্রথম জেমস এর দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর দরবারে আসেন।

স্যার থমাস রো (১৬১৫-১৬১৯ খ্রিষ্টাব্দ )

  • তিনি ইংল্যান্ড এর রাজা প্রথম জেমস এর দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর দরবারে আসেন।
  • তিনি সুরাট এর ইংরেজ ফ্যাক্টরি এর সুরক্ষার ব্যপারে জাহাঙ্গীরের সাথে কত্যহা বলেন।
  • তাঁর ‘জার্নাল অফ দ্য মিশন টু দ্য মুঘল এম্পায়ার’ তৎকালীন ভারতীয় ইতিহাস সম্বন্ধে একটি প্রধান উৎস।

পিটার মুন্ডি (১৬৩০-১৬৩৪ খ্রিষ্টাব্দ )

  • মুঘল সম্রাট শাহজাহান এর রাজত্বকালে এই ইতালীয় পর্যটক ভারতে আসেন এবং মুঘল শাসনকালে ভারতীয় সমাজ সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন।

নিকোলো মানুচি (১৬৫৩-১৭০৮ খ্রিষ্টাব্দ )

  • ইনি একজন ইতালীয় পর্যটক মুঘল যুগে দারা সিকো র দরবারে তিনি কর্মরত ছিলেন।

আই সিয়াং (৬৭১-৬৯৫ খ্রিস্টাব্দ)

  • চীন দেশেরপর্যটক ছিলেন। মূলত বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন।

সুলেমান( ৮৫১ খ্রিস্টাব্দ)

  • আরব দেশের পর্যটক ছিলেন। প্রথম ভোজের রাজত্বকালে তার রাজসভায় তিনি এসেছিলেন।

শিহাবুদ্দিন আল-উমরি (১৩৪৮ খ্রিষ্টাব্দ)

  • আরবের দামাস্কাস থেকে তিনি ভারতে এসেছিলেন।
  • “মাসালিক আলবসর ফি-মামালিক আল-আমসর” বইতে ভারতবর্ষ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন .